সুশান্ত দাস : অবশেষে গতকাল আরামবাগের বসন্তপুরে রেল গেটের কাছে একটি নালায় মধ্যে পচে গলে পড়ে থাকা একটি মহিলার লাশ পাওয়া যায়, যার পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এই লাশ টি নাকি আরামবাগের কীর্তি চন্দ্রপুর এর কোন এক রাইস মিলারের স্ত্রী এবং স্থানীয় তৃণমূল নেতা মীর চঞ্চলের বৌদি। এমনই দাবি করলেন তিনি। আজ হাসপাতালের মর্গে গিয়ে কয়েকটি লক্ষণ দেখে তার বৌদি বলে শনাক্ত করেন তিনি। যদিও পুলিশ নাকি এখনো 100% নিশ্চিত না হওয়ায় এই লাশ মীর চঞ্চলের পরিবারের হাতে তুলে দেন নি পুলিশ বলে জানা গেছে ।মীর চঞ্চলের দাবি তার বৌদি শিউলির সঙ্গে নাকি ঠাকুরানিচকের অরুন কুমার জানার অবৈধ সম্পর্ক ছিল। সেই প্রেমিক অরুণকুমার জানা নিজেকে পুলিশের ডিএসপি পদমর্যাদার বলে নাকি দাবি করেন এমনই অভিযোগ মীর চঞ্চলের। তার সঙ্গেই নাকি থাকতেন শিউলি। মীর চঞ্চল আরও দাবি করেছেন, এই অরুণকুমার জানা নকল ডিএসপি পরিচয় দিয়ে বহু মহিলাকে ফাঁসিয়েছে এবং তার বৌদিকেও ফুসলিয়ে নিয়ে যায় এবং মেরে ফেলে দেয়। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ বিষয়ে মীর চঞ্চল কি বললেন বিস্তারিত শুনুন।