আগামী 19/06/2022 তারিখের WBCS Prelims পরীক্ষার কথা মাথায় রেখে, আরামবাগ জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে গত ০3/০6/ 2022 তারিখে এক বিশেষ এবং অভিনব কর্মশালা আয়োজিত হয়েছিল । ইতিপূর্বে আরামবাগ কর্ম বিনিয়োগ কেন্দ্র বিগত ছয় মাস ধরে কর্মপ্রার্থীদের নিখরচায় ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে।বর্তমানে আমরা প্রত্যেকে অবগত যে পরীক্ষা সংক্রান্ত ভয়, উদ্বেগ, আশঙ্কা ছাত্র-ছাত্রীদের মনে গভীর চাপ সৃষ্টি করে। অনেক ছাত্র-ছাত্রী- পরীক্ষার্থী এই সংক্রান্ত চাপ সহ্য করতে পারেন না অথবা অসুস্থ হয়ে পড়েন।উপরিউক্ত বিষয়গুলি মাথায় রেখে শ্রীমতি ইন্দ্রানী সেনগুপ্ত, Deputy Director of Employment, Arambagh, এই বিশেষ কর্মশালার আয়োজন করেছিলেন। মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার চেষ্টা করা হয়েছে- ১.কিভাবে পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যায় এবং ২. শেষ মুহূর্তের প্রস্তুতি তে বিশেষজ্ঞের পরামর্শ এবং সাম্প্রতিক ঘটনাবলীর চর্চা।প্রথম পর্বে আলোচনা করেন ড: চন্দ্রিমা দাশগুপ্ত মহাশয়া। ড: দাশগুপ্তা মানসিক চাপ নিয়ন্ত্রণ শ্বাস ক্রিয়া কৌশল একাগ্রতা বৃদ্ধি এবং স্মরণ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন এবং পরীক্ষার্থীদের ওই সংক্রান্ত বিভিন্ন উপযোগী কৌশল শেখান। এরপর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন মানসিক সমস্যার সুন্দর এবং সহজ সমাধান দেখিয়ে দেন। পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ এবং সমস্যা দূরীকরণে এই পদক্ষেপ আরামবাগ কোন বিনিয়োগ কেন্দ্রে প্রথম এবং সমগ্র পশ্চিমবঙ্গের কর্ম বিনিয়োগ কেন্দ্র গুলির মধ্যে সম্ভবত প্রথমবারের জন্য গ্রহণ করা হলো।কর্মশালার দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর শ্রী অমর্ত্য দেবনাথ, WBCS (Exe.)। আরামবাগ কর্ম বিনিয়োগ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসা অনেক ছাত্র-ছাত্রী অনুরোধ করেছিলেন শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি এবং সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আলোচনার জন্য। শ্রীযুক্ত দেবনাথ এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করলেন এবং ছাত্র-ছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনার সাথে সহযোগিতা করলেন।কর্মশালার শেষে শ্রীমতি ইন্দ্রাণী সেনগুপ্ত আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করলেন শ্রী অমর্ত্য দেবনাথ এবং ডক্টর চন্দ্রিমা দাশগুপ্ত মহাশয়া কে তাদের মূল্যবান সময়ের কিছুটা ছাত্র-ছাত্রীদের উন্নতিতে সম্পূর্ণ বিনা সাম্মানিকে ব্যয় করার জন্য।